
দেবীগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম সাহেব দেবীগঞ্জ পৌরসভার কেদ্রস্থল বিজয় চত্তর মোড়ে অবস্থিত তাহের মেডিসিন হাউস ও পুস্পিতা ড্রাগ হাউস (ফার্মেসি) এর লাইসেন্স বিহীন ফার্মেসি ও মেয়াদ উর্ত্তিন ঔষধ বিক্রীর দায়ে ২টি ফার্মেসিতে ১০ হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা করেন। তাহের মেডিসিন হাউস এর লাইসেন্স না থাকার দায়ে ও পুস্পিতা ড্রাগ হাইজের মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে উক্ত জরিমানা আদায় করেন। পুস্পিতা ড্রাগ হাউজের মেয়াদ উত্তির্ন কিছু ঔষধ মাটিতে পুতে রাখার নির্দেশ দেন ও তাহের মেডিসিন হাউজের মালিককে যথা সময়ে লাইসেন্স করার জন্য নির্দেশ করেন।