
জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর ক্ষমতার রাজনীতির কারণে দেশে আজ এতো অশান্তি। কেউ ক্ষমতায় যেতে আর কেউ ক্ষমতায় থাকতে হানাহানি করছে। রাজনীতির নামে পুড়িয়ে নির্বিচারে মানুষ মারা হচ্ছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এর অবসান ঘটবে। মানুষ মুক্তি পাবে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় যুবসংহতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এরশাদ বলেন, ‘দেশে সহিংসতার রাজনীতি চলছে। এ অবস্থার পরিবর্তন ঘটিয়ে কেবল জাতীয় পার্টিই পারে শান্তি ফিরিয়ে দিতে।’ জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে। ক্ষমতায় গিয়ে শান্তি ফিরিয়ে এনে জনগণের এই প্রত্যাশা আমাদেরকেই পুরণ করতে হবে।
যুবসংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এম এম হান্নান এমপি, সাইদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, সুনীল শুভরায়, নুরুল ইসলাম নুরু, যুবসংহতির সেক্রেটারি বেলাল হোসেন, আহাদ চৌধুরী, হারিছ মোহাম্মদ আবুল বাশার, হেলাল উদ্দিন, দ্বীন মোহাম্মদ, মিয়া আলমগীর, কাজী শামসুল ইসলাম রঞ্জনসহ আরো অনেকে।