বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশবাসীকে সাথে নিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাড. ফিজার এমপি

মো. ইউসুফ আলী, দিনাজপুরঃ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আলহাজ্ব এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত থাকবে, যতদিন রবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার। আর জনগণ জানে, আওয়ামীলীগকে ভোট দিলে দেশ ও জনগণের উন্নয়ন ঘটবেই। এরই বহিঃপ্রকাশ বহির্বিশ্বে বাংলাদেশের জয়গান। তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে আওয়ামীলীগকে ভয় দেখিয়ে লাভ নেই। নিজের দলকে আগে গোছান, তারপর আন্দোলনের নাম নেন। তিনি বলেন, দেশবাসীকে সাথে নিয়ে বর্তমান আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে। আগামী ২০১৫ সালের মধ্যে দলমত নির্বিশেষে সকলে মিলে দেশকে স্বাক্ষরতার আওতায় আনতে চাই।

২৯ অক্টোবর বুধবার দিনাজপুরের পার্বতীপুর ভবানীপুর ডিগ্রী কলেজে নব নির্মিত ভবন উদ্বোধনসহ শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. মোখলেছুর রহমান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, দিনাজপুর শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক আমিনুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য গোলাম মতুর্জা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সৈয়েদুল আলম শান্তু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ্ আলম,ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু, সদস্য সৈয়দ হাসান রুবেল, পার্বতীপুর ৮নং ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ্ আব্দুল আলীম সাজু, ছাত্রলীগের আহবায়ক মিঠুন সরকার প্রমুখ। এছাড়াও মন্ত্রী পার্বতীপুরের ৮নং হাবড়া ইউনিয়নের আরজীদেবীপুর নিরাপদ মাতৃপ্রসব কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সর্বশেষে মন্ত্রী একই ইউনিয়নের আরজীদেবীপুর শিয়ালকোট মাদ্রাসায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

Spread the love