শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের উন্নয়নে জন্য কৃষকের উন্নয়ন ঘটাতে হবে-এমপি গোপাল

দশরথ রায় বাবুল বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার,কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন। যে দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল সে দেশের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হলে কৃষকের উন্নয়র ঘটাতে হবে।। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের কৃষি উপকরনকে সহজ লভ্য করে দিয়েছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্নতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। যার ফলে আগামীতে বাংলাদেশ একদিন খাদ্য রফতানী কারক দেশে হিসেবে পরিচিতি লাভ করবে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ খাদ্যগুদাম আয়োজিত সরকারী ভাবে চাউল সংগ্রহের শুভ উদ্বোধন কালে দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম,সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয় সম্পাদক মোঃ তরিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম শওকত হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল মতিন মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মকছেদ আলী মিয়া,আলহাজ্ব গোলাম আজম কাজল সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বীরগঞ্জ খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম জানান মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেনের ৫মেঃটন, সবুজ সাথী মিল মালিক শাহজাহানের নিকট হইতে ১০মেঃটন ,ইয়াছিন আলী ৫ মেঃটন,ফজলূর রহমান ৫ মেঃটন চাল ৩২টাকা দরে মোট ২৫ মেঃটন নগদ চেক প্রদানের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। তিনি জানান এবারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বীরগঞ্জে ১৮শত ৩৬মেঃটন,কবিরাজে ১হাজার ২মেঃটন, মোট ২৮শত ৩৮মেঃটন।

Spread the love