বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বীরগঞ্জে মানব বন্ধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দেশ ব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ভাংচুর, অগ্নি সংযোগের প্রতিবাদে বীরগঞ্জে গত রবিবার এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন, হামলা, বন্ধ এবং জড়িতদের বিচারের দাবীতে বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের আয়োজনে স্থানীয় birgonj News Image 12.01পুরাতন শহীদ মিনার চত্তরে সকল অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও সকল পেশার মানুষের অংশগ্রহনে এক মানব বন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা হতে ১২টা পর্যন্ত ২ কিলোমিটার দৈঘ্য মানব বন্ধন চলাকালে মুঠোফোনে বক্তব্য রাখেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৈদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক চিত্ত রঞ্জন রায়, সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেবশর্মা, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শিবলী সাদিক, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার সহকারী অধ্যাপক কালিপদ রায়, পল্লী বিদ্যুত সমিতির পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু, গণফোরমের সাধারন সম্পাদক প্রভাষক নীল রতন সাহা, জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মোঃ মোয়জ্জেম হোসেন, সাধারন সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক প্রভাষক প্রশান্ত কুমার সেন, খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি মিঃ নগেন্দ্র নাথ বর্মন, বাসদের পক্ষে মোঃ ফারুক হোসাইন প্রমুখ। এ সময় বক্তাগন সংঘ্যালঘুদের উপর হামলা ও নির্যাতনের তীব্রনিন্দা জানিয়ে অসম্পদায়িক গড়ার লক্ষ সর্ব সত্মরের সকল ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

Spread the love