সরকারকে হত্যার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে জাতীয় পার্টি। বিশ্ববিদ্যালয়ে আগে ছাত্ররা খুন হতো এখন শিক্ষকরাও খুন হচ্ছেন- মন্তব্য করে তিনি বলেন, অবস্থার এতো অবনতি হয়েছে যে, সমাজে বসবাস করাটাও দু:সাধ্য। জাতীয় পার্টি এ দেশে শান্তির জন্য পরিবর্তন আনতে চায় বলেও সভায় উল্লেখ করেন তিনি। দলের বনানী কার্যালয়ে আজ সোমবার দুপুরে এক শোক সভায় তিনি এসব কথা বলেন।