শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশের মানুষ উৎসবের মাধ্যমে পালন করেছে দূর্গোৎসব-সতীশ চন্দ্র রায়

জিন্নাত হোসেন : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায় বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই বিশ্বাসকে সামনে রেখে শারদীয় দূর্গোৎসব মহা উৎসবের মাধ্যমে পালন করেছে এদেশের মানুষ। জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়ীক চেতনায় সোনার বাংলা গড়ার আর বঙ্গবন্ধুর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

২৪ অক্টোবর দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের বেলখুড়িয়া শ্মশান শিব মন্দির ঘাটে শারদীয় দূর্গোৎসবের প্রতিমা বিসর্জনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায় এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল থানার অফিসার ইনচার্জ তাপস চন্দ্র পন্ডিত, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ও মঙ্গলপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সুধীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মনোরঞ্জন রায়।