জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এখন যদি কেউ প্রশ্ন করেন, বাংলাদেশের রাজধানী কোনটি? আমরা কি উত্তর দিব? উত্তর না দক্ষিণ।‘কেউ কেউ বলে ঢাকা সিটি যার রাজনীতি তার। আগে তো ঢাকা একটা ছিল। এখন দু’টি। আর ‘নির্বাচন পদ্ধতির সংস্কার না হলে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হবে না।’
শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আগে মানুষ ভয়ে কথা বলতো না। এখন কথা বলছে। দেশ এখন অন্ধকারে রয়েছে। একসময় ভোর হবেই। জাতীয় পার্টির কারণেই সেই ভোর হবে। আমাদের কারণেই সেই ভোর হবে।’
এরশাদ আরো বলেন, ‘দেশের মানুষ দুই দলকে আর চায় না। দেশের মানুষ মনেপ্রাণে দোয়া করছে এই দুই দল থেকে মুক্তি পাওয়ার জন্য। আমাদের সামনে সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।’
এরশাদ সিটি নির্বাচনে মেয়র পদে উত্তরে বাহাউদ্দিন আহমেদ বাবুল ও দক্ষিণের জন্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের দু’হাত তুলে ধরে বলেন, ‘তোমরা পাশে থাকলে এই দুই প্রার্থী অবশ্যই জয়ী হবে। আমরা বিজয় ছিনিয়ে আনবো। আমরা অবশ্যই জয়ী হব।’
জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘স্বাধীনতার ৪৪ বছর পরও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে না পারা সরকারের ব্যর্থতা। এর দায় সরকারকেই নিতে হবে।’
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মীর আব্দুস সবুর আসুদ, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম জহির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক মনিরুল ইসলাম মিলন, ছাত্র সমাজের সভাপতি ইফতেখার আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু প্রমুখ।