
সাহেব, দিনাজপুর : দেশের শান্তি কামনায় দিনাজপুর সদরের নয়নপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে এক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ মঙ্গলবার বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিল চলে। মাহফিলে দেশের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। সমাজসেবক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, মাহফিলের প্রধান বক্তা ঢাকা জাতীয় মুফাচ্ছির পরিষদের সদস্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত মাওলানা মোঃ আব্দুর রশিদ জিহাদী, পঞ্চগড় দেবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আজিজুল ইসলাম, দিনাজপুর স্টেশন জামে মসজিদের খতিব ও ইমাম মুফাচ্ছিরে কোরআন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ আব্দুল মান্নান, সদরের নয়নপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ মাসউদুর রহমান, নয়নপুর মসজিদ কমিটির সভাপতি শামিমুল ইসলাম বকুল, সাধারন সম্পাদক রবিউল ইসলাম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন সমাজ সেবক মোঃ আব্দুল কাদের, ব্যবসায়ী মোঃ মসারফ, সমাজ সেবক ও অবসর প্রাপ্ত কর্মকর্তা, রুপালী ব্যাং বাংলাদেশ লিমিটেড-এর আলহাজ্ব আব্দুল লতিফ, সমাজ সেবক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, রুপালী ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ হাসান আলী প্রমুখ।