
মোঃ জিয়াউর রহমান, রানীশংকৈল (ঠাকুরগাঁও)সংবাদাতা : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্ভোধনী অনূষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, একটি মহল দেশটিকে অকার্যকর রাষ্টে পরিণত করার পায়তারা করছে। আমি মুক্তিযোদ্বাদাদের উদ্যোশে বলতে চাই আপনারা স্বাধীনতার যুদ্ব শেষে অস্ত্র জমা দিয়েছেন কিন্তু প্রশিক্ষন জমা দেন নি। আপনারা আবার বাঘের মত গর্জে উঠুন। তিনি আরো বলেন,দেশের বাদ পড়া বিরাঙ্গনাকে অচিরেই মুক্তিযোদ্বা হিসেবে তালিকাভুক্ত করা হবে। ৩০জুনের মধ্যে মহিলা কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করতে বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, তার বাবা এমপি ছিলেন, তিনি মন্ত্রী ছিলেন তার আমলে কি উন্নয়ন হয়েছে তাকে প্রশ্ন করবেন তিনি যে বড় বড় বক্তব্য দেন। রংপুরকে মঙ্গা বলতো কিন্তু দেশে এখন আর মঙ্গা নেই। দেশে উদ্ভিধ খাদ্য রয়েছে নেপালে দূভিক্ষে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। বর্তমান সরকার গ্রামে গ্রামে কমিউনিটি ক্লিনিক চালু করেছে বিএনপি সরকার তা বন্ধ করে ছাগল পালন কর্মসুচী নিয়েছিল যার কোন হদিস নেই। লক্ষ লক্ষ টাকা তারা আত্বসাৎ করেছে। বঙ্গবন্ধুকে হত্যার পর ৩০ বছর জিয়া, এরশাদ, খালেদা, ক্ষমতা চালিয়েছে কিন্তু হাসিনার আমলের উন্নয়ন তাদের তুলনায় ৪ গুন বেশি। ২৮ অক্টোবর মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্বা কমান্ড সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সংরক্ষিত ৩০১ আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবন প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সামাজী, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সইদুল হক। মন্ত্রী অসহায় মুক্তিযোদ্বাদের সাহায্যের্থে ১লক্ষ ৭০ হাজার টাকা খুব দ্রুত রানীশংকৈলে পাঠাবেন বলে ঘোষনা দেন।