
বিএনপি বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমদ বলেছেন, গুম, খুন করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। দেশের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করা উচিত। তিনি অভিযোগ করেন, বিএনপির নেতা কর্মীদের ভয় পাইয়ে দিতেই একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এ সময় শেখ হাসিনা শুধু দেশের জন্যই নয়, আওয়ামী লীগের জন্যও অভিশাপ হয়ে দাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আজ শনিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। এসময় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা মহানগরীর সদস্য সচিব হাবিবুন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় সহ সফতর সম্পাদক আসাদুল কবির শাহীন প্রমুখ।
সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, এ সরকারকে পদত্যাগ করতেই হবে। কারণ এ সরকারের অধীনে দেশের মানুষের থাকা খুবই কষ্টকর। দেশে খুন-খারাপি রক্তারক্তি আর হানাহানির মাধ্যমে একটা ভয়াভহ পরিস্থিতি তৈরি করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে গুম, হত্যা, মিথ্যা মামলা আর দুর্নীতি করছে সরকারের। তাদের প্রতিহিংসার কারণে দেশের ধর্মীয় অনুষ্ঠানও ঠিকভাবে করতে পারছে না।
শেষ হাসিনা শুধু দেশের জন্যই নয়, আওয়ামী লীগের জন্যও অভিশাপ হয়ে দেখা দিয়েছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর দেশের মানুষের শান্তি, স্বস্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তবে এ সরকার জনগণের বিস্ফোরণের মুখে পদত্যাগ করতে বাধ্য হবে বলে উল্লেখ করেন রজিভী।