বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে অসাম্প্রদায়িক শক্তির বিকাশ ঘটাতে হবে : মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের স্থিতিশীলতাকে বজায় রেখে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির বিকাশ ঘটাতে হবে। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লাল পতাকা সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের নির্বাচন নিয়ে প্রশ্ন প্রসঙ্গে মেনন বলেন, সংবিধানে নির্ধারিত পথেই আগামী নির্বাচন হবে। আমেরিকা ও ব্রিটেনে কখন নির্বাচন হবে সে প্রশ্ন তো আমরা তুলি না। প্রসঙ্গত নিশা দেশাই বিসওয়াল শুক্রবার এক বৈঠকে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাছে জানতে চান, পরবর্তী নির্বাচন কবে হবে?
মেনন বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যদিয়ে ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছে। কিন্তু তারা (বিএনপি) নির্বাচন মেনে নেয়নি। নির্বাচন নিয়ে তারা দেশে বিদেশে ধর্না দিচ্ছে। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। দেশে বিকল্প রাজনৈতিক শক্তি প্রসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, প্রেস ক্লাব থেকে গোলাপ শাহ (গুলিস্থান) পর্যন্ত মিছিল করলেই বিকল্প শক্তি হবে না।

Spread the love