
দেশে আইএস না থাকলেও আইএসের অনুগামী রয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-১৭ বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি অর্থের সাহায্যে দেশে জঙ্গি গ্রুপ গড়ে উঠেছে। তারা বর্তমানে গুপ্তহত্যায় মেতে উঠেছে। তাদের হামলার শিকার হচ্ছে পুরোহিত, ধর্মগুরু, যাজক, বৌদ্ধভিক্ষু, মাজারের খাদেম, পির, খৃষ্টান সম্প্রদায়ের লোক ও সমাজের সংখ্যালঘু মানুষ। এই আক্রমণ কোনো একক গোষ্ঠির বিরুদ্ধে নয়, গোটা দেশের বিরুদ্ধে। এ অজুহাতে ইইউ এখন আমাদের উপর ভ্রমণ নীতি চাপিয়ে দিচ্ছে। যাতে বিদেশিরা এদেশে ভ্রমনে না আসে।’
ব্লগারদের লেখায় ধর্মবিরোধী কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ব্লাগার হত্যা হলেই পুলিশ আগে খোঁজে তিনি ধর্মবিরোধী কিছু লিখেছেন কিনা। যখন তা খোঁজা হয় তখন হত্যার ঘটনা ভিন্ন খাতে চলে যায়। আমি ব্লগারদের লেখা পড়েছি, এখানে মুক্তমনের প্রতিফল আছে। কিন্তু ধর্মবিরোধী কোনো কিছু আমার চোখে পড়েনি।’