আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের ওপর জোর করে আইএস ও জঙ্গি ইস্যু চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, সরকারকে ব্যর্থ করার জন্যই দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। আর বিদেশি বন্ধুরাও রেড এলার্ট জারি করলেন। আমি বলব বাংলাদেশে কোন আইএস ও জঙ্গি নেই।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
হানিফ বলেন, যদি জঙ্গি খুঁজতে হয়, তা বিএনপি-জামায়াতের মধ্যে খুঁজুন। বাংলাদেশে যা আছে তা বিএনপি-জামায়াতের মধ্যে। এর বাইরে বাংলাদেশে কোনও জঙ্গি নেই। বিদেশী নাগরিক হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে তাভেলা সিজারের হত্যাকারী ৪ জন আটক করা হয়েছে। তারা জবানবন্দি দিয়েছে, তাতে উঠে এসছে এক বড় ভাইয়ের নির্দেশে এ হত্যাকান্ড ঘটিয়েছে।
টিআইবির প্রতিবেদনের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা ফরমূলা দিয়েছে একটি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে নাকি সংসদ কার্যকর হবে। কিন্তু বিএনপি বিরোধী দল থাকাকালে অসালীন ভাষা ও খিস্তি খেউর ছাড়া কিছুই ছিল না। তাহলে টিআইবির মান দন্ড কি? আমি টিআইবির কর্মকর্তাদের বলতে চাই, এটা তাদের মন্তব্য নয়। এটা তাদের প্রভূদের এজেন্ডা বাস্তবায়নেই এমন মন্তব্য কী-না তা দেশবাসি জানতে চায়।