জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন গণতন্ত্র কার্যকর নেই। দেশ অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে চলেছে। আবার যদি জাতীয় পার্টি ক্ষমতায় আসে তাহলে দেশে শান্তি ফিরে আসবে।
আজ বুধবার চট্টগ্রামের লালদিঘী ময়দানে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
দেশে প্রতিহিংসার রাজনীতি চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে শান্তি নেই, প্রতিহিংসার রাজনীতি চলছে, একমাত্র জাতীয় পার্টিই এ প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে পারে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাহায্য করুন, জাতীয় পার্টি দেশের অশান্তি দূর করে দেশে শান্তি ফিরিয়ে আনবে।