সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

‘দেশে ফেরা মাত্রই তারেক রহমানের বিচার শুরু’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করলেন। তিনি পলাতক আসামি। বিএনপি নেতারা বলেছেন, তারেক দেশে ফিরলে নিরাপত্তা দেয়া হবে। আমরাও চাই তিনি দেশে আসুক। আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত তার অপেক্ষায়। তিনি যত দ্রুত আসবেন, তত তাড়াতাড়ি বিচার কাজ শুরু হবে। অর্থাৎ দেশে ফেরা মাত্রই তার বিচার শুরু হবে। তিনি বলেন, বিএনপি এখন নেতাকর্মী ও সমর্থকহীন একটি রাজনৈতিক দল। তাই তাদের আন্দোলন করার ক্ষমতা না থাকায় দলটি তারেক রহমানের জন্মদিন পালন নিয়ে ব্যস্ত রয়েছে। আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি : বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি প্রত্যাখ্যান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে অবান্তর কথাবার্তা বলবেন না। জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার। তাই তার বিরুদ্ধে উল্টাপাল্টা কিছু বললে নেতাকর্মীরা উপযুক্ত জবাব দিবে।

Spread the love