বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশকে নিজের পায়ে দাঁড় করাতে সক্ষম হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, ১ বছর ফসলের উৎপাদন ভাল হলে পরের বছর ভাল উৎপাদন নাও হতে পারে। তাই বলে আমাদের দেশের মানুষ না খেয়ে থাকবে, এটা হয় না। তাছাড়া খাদ্যের জন্য আমরা পরনির্ভরশীল হব না। আমাদের যেন আমদানি করতে না হয়। আগে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ রবিবার সকালে সচিবালয়ে খাদ্য-মন্ত্রণালয় পরিদর্শন এসে একথা বলেন তিনি।

এ সময় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, খাদ্য সচিব মুশফিকা ইফফ্তসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, উৎপাদনের সাথে সাথে শিল্পায়নও হবে। কারণ মানুষের ক্রয় ক্ষমতা না বাড়লে শিল্পায়ন হবে না। শিল্পায়ন হলে যা উৎপাদন হবে কতো আমরা বিদেশে রপ্তানি করব, আমাদেরকে দেশের ভিতরে বাজার সৃষ্টি করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের বিশাল জনসংখ্যা এটাই আমাদের শক্তি। এখানেই বিশাল বাজার সৃষ্টি হতে পারে যদি আমরা তাদের আর্থিক উন্নতি করতে পারি। যদি তাদের ক্রয় ক্ষমতা আমরা বাড়াতে পারি। তাহলেই আমরা আমাদের দেশকে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ করে ফেলতে পারব। সেখানে কোন বেকারত্ব থাকবে না, মানুষের হাহাকার থাকবে না, মানুষ ভালভাবে বাচতে পারবে। এ সময় তিনি একটা মানুষও যেন ক্ষুধায় কষ্ট না পায় সে লক্ষ্য নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

Spread the love