
দশরথ রায় বাবুল: বীরগঞ্জে গত বুধবার বিকেলে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের পক্ষে নৌকা মার্কার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ডাঙ্গারহাট প্রাঙ্গনে পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মনোরঞ্জন শীল গোপালের পক্ষে নৌকা মার্কার সমর্থনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোসত্মাক আহম্মেদ মানিকের সভাপতিত্বে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেন, দেশ ও জাতির উন্নয়ন ঘটাতে হলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই। বিগত আওয়ামীলীগ সরকারের উন্নয়নের সাফল্যের কথা তুলে ধরে বলেন, সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখতে এবং জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, বিরোধী বিএনপি নির্বাচনে আসেনি জামায়াত ও পাকিসত্মানকে খুশি করার জন্য। তারা যুদ্ধাপরাধীদের রক্ষায় ধ্বংসাত্মক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। বেগম জিয়া জ্বালাও পোড়াও এর মাধ্যমে মানুষ হত্যা ও জাতীয় সম্পদ ধ্বংস করে দেশ ও জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। কিন্তু তার এই স্বপ্ন বাংলার মানুষ কোনদিনই বাসত্মবায়ন হতে দিবে না। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক তরিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, পলাশবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোজাহার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ফিরোজ আলম, আওয়ামীলীগ নেতা মোঃ রাজিউর রহমান রাজু, পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম শাহ, মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আতাহারম্নল ইসলাম চৌধুরী হেলাল, শিবরামপু ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমূল্য চন্দ্র রায়, সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. দধিনাথ রায়, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি গোলাম মোসত্মফা, আওয়ামীলীগ নেতা হাসানুল মাসুদ, কৃষ্ণ সরকার প্রমুখ।