
এফ রহমান বাবু, স্টাফ রিপোর্টার : বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করতে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচীর কথা উলেস্নখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, বর্তমান সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি বিনামূল্যে প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্যবই বিতরন করেছে এবং বছরের প্রথম দিনটিতেই শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দিয়ে শিক্ষাক্ষেত্রে এক যুগামত্মকারী কর্মসূচী চালু করেছে। প্রত্যেক শিক্ষার্থীদের সরকারের এসব সুযোগ গ্রহণ করে নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির এবং এদেশের আপামর জনতার কল্যানে কাজ করার আহবান জানান তিনি।
শনিবার রাত ৮ টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর ভিত্তি স্থাপন এর ফলক উম্মোচন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
নয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বাবু কমল চন্দ্র অধিকারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশীল চন্দ্র রায়, কাহারোল থানার ভারপ্রাপ্ত ওসি পৃথ্বিশ সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকার পরিচালক মাজেদুর রহমান খোকন, কাহারোল উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাবিবর রায়হান সুজন ও ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিকাশ চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কাহারোল উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও ৬ নং রামচন্দ্র পুর ইউপি সদস্য আজিজুল ইসলাম।