শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দেশ পরিচালনায় সরকার ব্যর্থ

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশ পরিচালনায় সরকার ব্যর্থ। রাষ্ট্র পরিচালনায় তাদের কোন যোগ্যতা নেই।  তাদের ব্যর্থতার কারণের মানুষকে মরতে হচ্ছে। স্বাধীনতার পর বড়াইগ্রামের মতো এত বড় দুর্ঘটনার খবর শোনা যায়নি।

শুক্রবার দুপুরে নাটোরের বড়াইগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাস্থল ও গুরুদাসপুরের সিধুলী গ্রামে নিহত স্বজনদের শান্তনা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

কাদের সিদ্দিকী সড়ক দুর্ঘটনায় সিধুলী গ্রামে নিহত শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।

Spread the love