শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দৈনিক বাহের সংবাদের সম্পাদক পিউ এর মৃত্যুতে দিনাজপুর সাংবাদিক সমাজের শোক প্রকাশ

দিনাজপুর থেকে শামীম রেজা : রংপুর থেকে প্রকাশিত দৈনিক বাহের সংবাদের প্রকাশক ও সম্পাদক আজিজুর রহীম পিউ এর মৃত্যুতে দিনাজপুরের সাংবাদিক সমাজ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দিনাজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হুদা হেলাল ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারম্নল আজাদ জুয়েল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জিন্নাত হোসেন এবং দৈনিক বাহের সংবাদের দিনাজপুরস্থ স্টাফ রিপোর্টার শামীম রেজা বিশিষ্ট সাংবাদিক আজিজুর রহীম পিউ এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

যৌথ শোক বার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, একজন প্রখ্যাত ফটো সাংবাদিক হিসেবে আজিজুর রহীম পিউ বাংলাদেশে তার পেশাগত দক্ষতার যে স্বাক্ষর রেখেছেন তা অনুকরনীয়। দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক হিসেবে দীর্ঘদিন সফলতার সাথে দায়িত্ব পালনের পর পিউ রংপুর থেকে দৈনিক বাহের সংবাদ প্রকাশের উদ্যোগ নেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতার জগতে যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Spread the love