সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার চেষ্টা করছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার চেষ্টা করছে। প্রকৃতপক্ষে দুই দিকের কথাই শুনতে হয়। আমরা চেষ্টা করি, সমন্বয় করে যতদূর পারা যায় সব দিক সামাল দিতে।

বুধবার রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংক আয়োজিত এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এক সময় তেলের দাম ২০৫ টাকা হয়েছিল। সেটা বিশ্ববাজারে কমে যাওয়ার কারণে আমরাও অনেক কমিয়ে নিয়ে এসেছি। প্রায় ৩০ থেকে ৩৫ টাকা কমে গেছে। গত সপ্তাহেও পাঁচ টাকা কমানো হয়েছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সব রকম চেষ্টা করছি। কিছু পণ্য আছে যা বৈশ্বিক দামের ওপর নির্ভর করে। আমরা সেটার দাম সমন্বয় করতে চেষ্টা করি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের সব রকমভাবে চেষ্টা করতে হবে। এমন কিছু ব্যবস্থা নিলাম, যাতে হঠাৎ করে সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে গেল। তখন ভোক্তাদের কষ্ট আরো বাড়বে।

Spread the love