শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্মীয় অনুভূতিতে আঘাত।খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাত, কটূক্তি ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।

মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে এ মামলার শুনানি হতে পারে বলে জানিয়েছেন এবি সিদ্দিকীর আইনজীবী রওশন আরা শিকদার ডেইজি। এ মামলায় এবি সিদ্দিকী ৪জনকে সাক্ষীও করেছেন বলে জানান তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়া উপলক্ষে গত ১৪ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া আওয়ামী লীগ সম্পর্কে ‘কটূক্তি’ করেন।

অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ধর্মনিরপক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। তিনি বলেন, আওয়ামী লীগ সব ধরনের মানুষের ওপর আঘাত করে। আর লোক দেখানো ধর্মনিরপেক্ষতার কথা বলে ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে নেয়। এ জবরদখলকারী সরকারের হাতে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়।
খালেদা জিয়ার ওই বক্তব্য ফৌজদারি দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। দণ্ডবিধির ১৫৩ (ক) ধারায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভিন্ন শ্রেণির নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার জন্য ২ বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া ২৯৫ (ক) ধারায় অন্যের ধর্ম বিশ্বাসের অমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক কোনো কাজ করলে ২ বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।

Spread the love