সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ধর্ষিত পুরুষদের জন্য খোলা হলো জরুরি বিভাগ!

এ যেন উল্টা পুরাণ। কারণ এই প্রথম পুরুষদের জন্য বিশ্বের কোথাও তৈরি করা হয়েছে জরুরি বিভাগ। ধর্ষিত পুরুষদের জন্য প্রথমবার নেয়া হয়েছে এ রকম একটি পদক্ষেপ। সুইডেনের একটি হাসপাতালে খোলা হয়েছে এই জরুরি বিভাগটি।
সোদেরসজুকুসেটে আগে থেকেই ধর্ষণের শিকার নারীদের দেখভালের জন্য একটি জরুরি বিভাগ ছিল। সেখানেই ধর্ষিত পুরুষদের জন্য দু’দিন আগে একইরকম একটি বিভাগ চালু করা হয়েছে।
ধর্ষিত পুরুষদের দেখভালের জন্য এই বিভাগটি খোলা থাকবে ২৪ ঘণ্টা। এছাড়া পুরুষদের বিনা খরচে দেখভালও করা হবে এই বিভাগে।
সুইডিশ ন্যাশনাল কাউন্সিলের পক্ষ থেকে জানা গেছে, গত বছর ঘটা ধর্ষণগুলোর মধ্যে ৩৭০টি হয়েছিল পুরুষদের ওপর। আর পুরুষরা ধর্ষণের শিকার হওয়ার পর তাদের দেখভালের জন্য কোনো জায়গাও থাকে না। সে বিষয়টি মাথায় রেখেই খোলা হয়েছে এই বিভাগটি।
উল্লেখ্য, ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে সুইডেন ধর্ষণের দিক থেকে রয়েছে প্রথম ধাপে। সংবাদসূত্র : জি-নিউজ, ডেইলি মেইল