
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রম্নল আলম বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী তামাক পণ্য ব্যবহারের কারণে বিশ্ব ৬ দশমিক ৪ সেকেন্ডে ১ জন মানুষ মারা যায়। ধারনা করা যাচ্ছে ২০৩০ সাল নাগাদ বিশ্ব প্রতি বছর তামাক জাতদ্রব্য ব্যবহারের কারনে ১ কোটি লোক মারা যাবে। আগামী ৩০ বছরে তামাকজনিক মহামারির ফলে ২৫ কোটি শিশু কিশোর-কিশোরীর অকাল মৃত্যু ঘটবে। বর্তমানে তামাক ব্যবহারের ফলে প্রতি বছর বাংলাদেশে ৫৭ হাজার মানুষ মারা যাচ্ছে এবং ৩ লক্ষ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরন করছে। তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ করতে আইন বাস্তবায়নসহ জনসচেনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
গতকাল সোমবার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ দিনাজপুরের আয়োজনে এবং ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি) বিরামপুর-দিনাজপুর এর সহযোগিতায় ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও বিধিমালা বাসত্মবায়নে এ্যাডভোকেসী সভায় তিনি সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন দিনাজপুর ডাঃ মোঃ হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিক ইমাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রাববীসহ ১৩ উপজেলার ইউএনও, জেলা প্রশাসকের সহকারী কমিশনার, এ্যাসিলেন্ট ও সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য, শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ডিসি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডিসি’র প্রোগ্রাম অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।