
ফজিবর রহমান বাবু : আজকে সর্ব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে একথা উলেস্নখ করে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, একদিকে যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়াীলীগ সরকার তখন আরেকদিকে ওই ধ্বংসের দেবী, সন্ত্রাসের দেবী বেগম খালেদা জিয়া এই দিনাজপুরের বার মাইল, তের মাইল গড়েয়া, রানীরবন্দর, ভুষির বন্দর, কর্নাই গ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিরিহ মানুষের উপর নির্মম নির্যাতন করেছে। তিনি রাজনৈতিক স্বার্থ হাসিল করতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা সহ সারাদেশে তান্ডব চালিয়ে ১শ ৫০ জন মানুষকে পুড়িয়ে মেরেছে। আজকে আপনারা সেই দৃঢ়তার সাথে ছিলেন বলেই আমরা বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পেরেছে শেখ হাসিনা। আর এই ধ্বংসের দেবী খালেদা জিয়া এখন বাংলাদেশে ব্যর্থ হয়ে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে।
২২ অক্টোবর দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলস্ এর বাস্তবায়নে কাহারোল উপজেলাধীন বারমাইল বাজারে ৭০ লক্ষ টাকা ব্যয় ‘‘কান্তা সুপার মার্কেট’’ নির্মাণ এর ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে সকল ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে’। আর কাহারোল উপজেলায় যে কামত্মা মার্কেট নির্মান হতে যাচ্ছে তাতে কাহারোল-বীরগঞ্জ বাসীর অনেক বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
সেতাবগঞ্জ সুগার মিলস্ লি: ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদ উল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহারোল উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. হাফিজুল ইসলাম, ৫নং সুন্দরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মো. মাজেদুর ইসলাম, ৫নং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসেরুল ইসলাম, কাহারোল উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।
প্রধান অতিথি এমপি খালিদ আরো বলেন, বিদেশী নাগরিককে হত্যার করার জন্য নীল নকশা তৈরী করেছে। ওই ইটালী ও জাপানী নাগরিককে হত্যা করেছে। জাপান এমন একটি দেশ যার সঙ্গে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, কোন সরকারের সাথে বন্ধুত্ব নয়, বঙ্গবন্ধু থেকে শুরম্ন করে শেখ হাসিনা পর্যমত্ম প্রত্যেকটি সরকারের সঙ্গে তার বন্ধুত্বপূর্ন সম্পর্ক ছিল। তার সম্পর্ক হলো বাংলাদেশের ১৬ কোটি মানুষের সঙ্গে। সেই জাপানের মত বন্ধু দেশের একটি নাগরিককে তারা হত্যা করেছে। পদ্মাসেতুর টাকা যখন বিশ^ব্যাংক ফিরিয়ে নিয়ে গেছে, আমেরিকার চাপে জাইকা যখন জাইকার উপর চাপ প্রয়োগ করেছে তখনও জাপান সরকার আমাদের সাহায্যের হাত গুটিয়ে নেয় নাই। সেই জাপানি নাগরিককে হত্যা করেছে। ২০১৪ সালের নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জাপান সরকার যেভাবে অভুতপুর্ব সংবর্ধনা দিয়েছে সেই কারনে জাপানের নাগরিককে হত্যা করে বাংলাদেশকে আবার নতুন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরম্নদ্ধে আমাদেরকে রম্নখে দাড়াতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার, ছাত্র-ছাত্রীদের জন্য বিনা মুল্যে বই, চিকিৎসা সেবা ও যোগাযোগ ব্যবস্থা দিয়েছেন। তিনি পরিবেশ ভারসম্য রক্ষার করার জন্য কয়েক দিন আগে জাতিসংঘ থেকে চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পুরস্কার বাংলার মানুষের জন্য নিয়ে এসেছেন।