শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দিনাজপুরে ছাত্রদলের মিছিল

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দিনাজপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মহিউদ্দীন মন্ডল বকুলের নেতৃত্বে ছাত্রদল শহরে মিছিল করেছে।

গতকাল বুধবার দুপুরে প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হক’র জৈষ্ঠ্যপুত্র শাহরিয়ার আক্তার হক ডন’র অনুসারী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা লিলির মোড় থেকে এক বিশাল মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে লিলির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য নেতা মহিউদ্দীন মন্ডল বকুল, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মাসুম খান প্রমুখ। মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের সদস্য উত্তম কুমার, শহর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল ইসলাম, সদস্য ডিপজল শাহিন, রাজিব, ইমরান, ফয়সাল, সেলিম, শিবলু, মিলন, এন্টনি, রাহেল, মানিক, মুহিত, সোহেল (ভাগিনা), সাদ্দাম, স্বপ্নিল, সম্রাট, দুর্জয়, সুমন, রিসান, সাকিবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন। সভায় বক্তারা নতুন কমিটি দলের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। যত দ্রুত সম্ভব জেলা-উপজেলা কমিটি ঘোষণা করার জন্যও দলীয় চেয়ারপার্সনের প্রতি অনুরোধ জানান তারা।

 

Spread the love