
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় বারের মতো শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান । জাতীয় পার্টির নেতা রওশন এরশাদও বঙ্গভবনে রয়েছেন, যাকে ইতোমধ্যে বিরোধী দলীয় নেতা ঘোষণা করে গেজেট জারি করা হয়েছে।
নির্বাচন নিয়ে বহু নাটকের জন্ম দেয়া জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেতা ঘোষণা করে গেজেট জারি করা রওশন এরশাদ এসময় বঙ্গভবনে উপস্থিত ছিলেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ দরবার হলে প্রবেশের সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই করতালি দিয়ে ওঠেন, কাউকে কাউকে উচ্চ স্বরে হেসে উঠতেও দেখা যায়।
শপথ অনুষ্ঠানের জন্য এবার আমন্ত্রণ জানানো হয়েছে এক হাজারের মতো অতিথিকে।