সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নদীতে গোসল করতে এসে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

সোহেল আহমেদ, ষ্টাফ রিপোর্টার॥ দিনাজপুরের বীরগঞ্জের ঢেপা নদীতে বুধবার দুপুর ২টায় গোসল করতে এসে সাকিব হোসেন কুকু (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২৫মিনিটে কাহারোল উপজেলার ভাতগঁও ব্রীজের নীচে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সাকিব হোসেন কুকু উপজেলার সুজালপুর ইউনিয়নের পুর্ব চাকাই গ্রামের মোঃ আলম হোসেনের ছেলে।
উপজেলা ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী জানান, বুধবার দুপুরে পৌর শহরের ঢেপা নদীর স্লুইস গেটে গোসল করতে আসে ৭বন্ধু। এদের মধ্যে প্রথমে ৬জন নদীতে নেমে সাতার কাটতে থাকে। এ দেখে অপর এক বন্ধুকে কাপড় দেখতে দিয়ে নদীতে ঝাপিয়ে পড়ে সাকিব হোসেন কুকু। কিন্ত নদীতে ঝাপ দেওয়ার পর সে আর উঠতে না পারায় বাকি বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে বিকেল ৪টায় ফায়ার সার্ভিস সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেন। নদীতে প্রচন্ড স্রোতের কারণে উদ্ধার কাজে সহায়তার জন্য রংপুর হতে ডুবুরী দলকে সংবাদ দেওয়া হয়। ডুবরী দল আসার পর বৃহস্পতিবার পুনরায় উদ্ধার কাজ শুরু করা হয়। পরে বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজনের কাহারোল উপজেলার ভাতগাঁও ব্রীজের নীচে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদকে দেয়। পুলিশ রাতে মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, নদীর পানিতে প্রচন্ড স্রোত থাকার কারণে মৃতদেহটি ভেসে চলে যায়। পরে বৃহস্পতিবার রাত ৯টা ২৫মিনিটে কাহারোল উপজেলার ভাতগাঁও ব্রীজের নীচে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Spread the love