
মোঃ আব্দুল মান্নান,নবাবগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নিকটবর্তী এলাকায় প্রশাসন কে ম্যানেজ করে চলছে জমজমাট জুয়ার আসর, অথচ স্থানীয় পুলিশ প্রশাসন নীরব। এলাকাবাসী জানায়- উপজেলার হিলির ডাঙ্গা বাজারে দিবা রাত্রী অবৈধ জুয়ার আসর পরিচালনা করছে বজলুর করিম বদু এবং ভাগলপুর বাজারের জুয়ার আসর পরিচালনায় রয়েছে আব্দুল বারি। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা হতে জুয়াড়ুর দল চলে আসে জুয়ার বোডে। খেলোয়ারদের অবিরাম জুয়া খেলার ফাঁদে পা দিচ্ছে এলাকার নানা শ্রেনী পেশার লোকজন। জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে নানা ধরণের অপকর্মে জড়িয়ে পড়ছে সংঘবদ্ধ চক্রটি। এতে করে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা ধরনের অপকর্ম সংঘটিত হচ্ছে। এ বিষয়ে স্থানীয় জনগণ পুলিশ প্রশাসন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনেক বার জানিয়েও কোন প্রতিকার পায়নি বলে অভিযোগ উঠেছে। আফতাবগঞ্জ পুলিশ ফাড়ি ইনচার্জ মিজানুর রহমান জানান, বজলুর করিম ও আব্দুল বারির মত লোকেরা আছে বলেই আমার পকেটে দু’টাকা আসে, তারপরেও বিষয়টি দেখছি। জুয়া পরিচালনাকারি বজলুর করিম ও আব্দুল বারি অভিযোগ স্বীকার করে দম্ভোক্তির স্বরে বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই আমরা জুয়ার বোড চালাই। সচেতন এলাকাবাসীর দাবি জনস্বার্থে অনতি বিলম্বে পুলিশের উদ্ধতনকর্মকর্তার হস্তক্ষেপ আশু প্রয়োজন।