
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ গত রোববার দিনাজপুরের নবাবগঞ্জ ২নং বিনোদনগর ইউনিয়নে পূর্ব শত্রম্নতার জের ধরে কলমদারপুর গ্রামের আঃ লতিফের ১৪ শতাংশ জমির অপরিপক্ক আমন ধানের শীষ কেটে সাবাড় করল দুর্বৃত্তরা। এ ঘটনায় আঃ লতিফ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একই গ্রামের আবুল খায়ের, আতিকুর রহমান, নেজামুল হক’কে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে। থানা অফিসার আনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান- তদমত্ম করে ব্যবস্থা নেয়া হবে।