সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে অবৈধ ডায়াগনষ্টিক সেন্টারে জমজমাট ব্যবসা

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ

দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে উপজেলা সদর ও ভাদুরিয়া বাজারে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার। এখানে ডাক্তার ও প্রশিক্ষণ ছাড়াই ল্যাব সহকারী দিয়ে চলছে স্বাস্থ্য সেবা। এতে করে একদিকে যেমন চিকিৎসা না পেয়ে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ অপরদিকে অবৈধ অর্থ পকেটস্থ করে কালো টাকার পাহাড় গড়ছে অবৈধ ডোয়াগনষ্টিক মালিকেরা। উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল বারী জানান- নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রভাবশালী একটি কু-চক্রী মহলের অপতৎপরতায় উপজেলা সদর সহ ভাদুরিয়া ও দলারদরগা বাজারে গড়ে উঠেছে অবৈধ ডায়াগনষ্ঠিক সেন্টার। সম্প্রতি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান দরজার সামনে শামীম ডায়াগনষ্টিক সেন্টারে ও অভিযান পরিচালনা করে সেন্টারটি বন্ধ করার নির্দেশ দেন। অপরদিকে ভাদুরিয়া বাজারে অবৈধভাবে চলছে মা ডায়াগনষ্ঠিক সেন্টার। সেখানে ডাক্তার নেই, টেকনিশিয়ান নেই, দেখে মনে হচ্ছে একটি হাসপাতাল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বজলুর রশীদ ওই সেন্টারে অভিযান পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায়সহ ভূয়া ডায়াগনষ্ঠিক সেন্টারটি বন্ধের নির্দেশ দেন। এছাড়াও ওই বাজারে ফাইভ স্টার ও জণসেবা ডায়াগনষ্ঠিক সেন্টারের কর্তৃপক্ষ অভিযানের খবর পেয়ে তালা দিয়ে পালিয়ে যায়। অভিযানে উপস্থিত থাকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের প্রশাসক ডাঃ মোঃ রেজাউল বারী জানান- ভূয়া ও অবৈধ ডায়াগনষ্ঠিক সেন্টারে মানুষের সেবা না দিয়ে প্রতারনা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান- পর্যাক্রমে অভিযান অব্যাহত থাকবে।