বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে আন্তজেলা মোটর সাইকেল চোর গ্রেফতার

আতিকুল ইসলাম চৌঃ,নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ শুক্রবার দিবাগত রাতে বেলাল হোসেন(৩০) নামে এক আমত্মজেলা মোটর সাইকেল চোরকে গ্রেফতার করেছে। সে উপজেলার পুটিমারা ইউনিয়নের গুনবিহার গ্রামের ছবেদ আলীর ছেলে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার আমোদনগর গ্রামের মমিন হাজী ও মোতাহার আলী নামে দুই ভাইয়ের ২টি মটর সাইকেল বাড়ী থেকে চোরেরা চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় মোতাহার হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় ১টি মামলা দায়ের করে। ওই মামলায় গত রবিবার সন্ধ্যায় বেলালকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেলাল মটর সাইকেল ২টি ফেরত দেয়ার কথা পুলিশের নিকট জানিয়েছে। পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চেয়েছে।

Spread the love