নবাবগঞ্জ প্রতিনিধি : নবাবগঞ্জের ইউএনও অফিসে হামলা চালিয়ে ইউএনও ফরহাদ আহমেদকে পিটিয়ে আহত করার মামলা তদন্ত শুরু করেছে দিনাজপুরের ডিবি পুলিশ। সরকার দলীয় ৫ জন আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
১ অক্টোবর দিনাজপুরের নবাবগঞ্জে ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় ইউএনও সৈয়দ ফরহাদ আহমেদ একদল বিক্ষুব্ধ জনতার হাতে প্রহৃত হন। ইউএনও পেটানোর ঘটনায় অফিস সুপার আব্দুর রহমান বাদী হয়ে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের ৪ জন নেতার নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ঘটনার ২ দিন পর আহত ইউএনও ফরহাদ আহমেদ সরকার দলীয় ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২টি মামলাকে একত্রিত করে অফিস সুপার আব্দুর রহমানকে বাদী রেখে তদন্ত কাজ শুরু করেন নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির।
চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার ১১ অক্টোবর দিনাজপুরের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসআই বজলুর রশিদ তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে।
ইউএনও পেটানোর মামলায় এ পর্যন্ত উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৭ কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এদের মধ্যে ইউএনও’র দায়েরকৃত এজাহারের ৫ জন আসামী আব্দুল মান্নান ওরফে কয়রা মান্নান (৪৫), মোয়াজ্জেম হোসেন (৫৩), আশরাফুল ইসলাম (৪০), মোঃ রুহুল আমিন (৩০) ও মোঃ আলম (৩৫)কে ৩ দিনের রিমান্ডে এনে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রশিদ বলেন, ৫ জনকে রিমান্ডে এনে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, মামলার এজাহারভুক্তসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।