শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে উপবৃত্তি ও সিলিপের টাকা আত্মসাতের অভিযোগ

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ  দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলার বিন্নগাড়ী সরকারী প্রথামিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপবৃত্তির টাকা ও সিলিপের ৭৫ হাজার টাকা আতœসাত ও মেয়াদ উত্তিন্ন কমিটি দিয়ে স্কুল পরিচালনা করার অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায় গত ১৪/১৫ অর্থ বছরে সিলিপের টাকা ও ১৬ জুলাই উপবৃত্তির টাকা বিতরন করার সময় প্রতি জন ছাত্র/ছাত্রীর কাছ থেকে চা খাওয়ার কথা বলে ২০ টাকা করে নিয়েছেন প্রধান শিক্ষিকা মোছাঃ খাদিজা বেগম। উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তোজাম্মেল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি এ ঘটনার কিছুই জানেনা বলে জানান। এ বিষয়ে প্রধান শিক্ষিকা মোঃ খাদিজা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন- সিলিপের ৭৫ হাজার টাকা নয় বরং ৯০ হাজার টাকা আমি স্কুলের সংস্কারের কাজ ব্যয় করছি। তিনি উপবৃত্তির ২০ নেয়ার ঘটনা স্বীকার করে জানান- এলাকা বাসীর অভিযোগ করায় তা ফেরত দিয়েছি এবং ম্যানেজিং কমিটির মেয়াদ দীর্ঘ এক বছর আগে শেষ হওয়ায় পূবের্র ম্যানেজিং কমিটিকে বহাল রেখে ডিসেম্বর মাস পর্যন্ত পরিচালনার দায়িত্ব দিয়েছেন উর্ধতন কর্তৃপক্ষ। এ ঘটনায় পরবর্তীতে প্রধান শিক্ষিকার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- যা হয়েছে তা মিমাংশাও করে নিয়েছি। আম্রা গ্রামের প্রতিপক্ষরা অভিযোগ দিয়ে হয়রানী করছে। এ বিষয়ে এলাকার অভিভাক স্বাক্ষরিত এক অভিযোগ উপজেলা প্রশাসনের বরাবরে দাখিল হয়েছে। সহকারী শিক্ষা অফিসার আঃ রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- উপবৃত্তির যে টাকা কেটে নিয়েছিলেন তা তিনি ফেরৎ দিয়েছেন। বিষয়টি সঠিক ও নীরপেক্ষ তদন্ত শেষে সু-ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।