দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত এস এস সি পরীক্ষার কেন্দ্র সচিব সহ ৩ শিক্ষকের নিকট থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ইসরাইল হোসেন।
শনিবার অনুষ্ঠিত এস এস সি’র ইংরাজী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্বে অবহেলার অভিযোগে ভ্রাম্যমান আদালতে কেন্দ্র সচিব মোজাহারুল ইসলামের ১০ হাজার টাকা, কক্ষ পরিদর্শক ভোটারপাড়া হাই স্কুলের সহকারী শিক্ষক প্রদিপ চন্দ্র বিশ্বাসের ৮ হাজার টাকা ও একই স্কুলের সহকারী শিক্ষক শফিকুল ইসলামের ৭ হাজার টাকা জরিমানা করা সহ সহকারী শিক্ষক প্রদিপ চন্দ্র বিশ্বাস ও শফিকুল ইসলামকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করেন।