শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে কৃষি প্রণোদনা সহায়তার নেরিকা-১০ বীজ ব্যবহারে ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকেরা

নবাবগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে চলতি আমন মৌসুমে সরকারী ভাবে কৃষি প্রণোদনা সহায়তার নেরিকা-১০ জাতের বীজ ধান ব্যবহার করে মারাত্মক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছে কৃষকেরা।

 

ওই বীজ ব্যবহার করে জমিতে রোপণের পর কোন কোন ক্ষেত পুড়ে যাওয়ার মত হয়েছে আবার কোন কোন ক্ষেতে মিশ্রিত ধানের রুগ্ন শীষ দেখা দিয়েছে। ফলে তারা মারাত্মক ক্ষতি গ্রস্থ হয়েছে। কোন কোন কৃষক বর্গা নেয়া জমিতে ওই বীজ ব্যবহার করে বিপাকে পড়েছে। তারা জমির মালিককে কিভাবে ধান পরিশোধ করবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে।

 

উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের বর্গাচাষী কৃষক ইয়াকুব আলী জানালেন তিনি ওই বীজ ব্যবহার করে ২বিঘা জমি চাষাবাদ করেছেন। পুরো ফসলই পুড়ে যাওয়ার মত হয়েছে যেখান থেকে ধান পাওয়ার কোন সম্ভাবনা নাই।

 

একই গ্রামের কৃষক আন্তাজ আলী ও কবীর হোসেন জানালেন তাদের ফসলও অনুরুপ অবস্থা হয়েছে। তাদের ভাষায় শুধু তাদেরই নয় যারা ওই বীজ ব্যবহার করেছে তারাই ক্ষতি গ্রস্থ হয়েছে।

 

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আখেরুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নেরিকা ধান বীজ মুলত আফ্রিকার খরা সহিষ্ণু জাতের ধান। বাংলাদেশে গবেষণা শেষে নেরিকা-১০ নামে পরীক্ষা মূলক ভাবে চাষাবাদের জন্য কৃষকদের দেয়া হয়েছিল। কৃষকেরা ১৯/২০ শতক করে জমিতে পরীক্ষামূলক ভাবে চাষাবাদ করবে। সেখানে কেউ যদি বেশী জমি চাষাবাদ করে থাকে সেখানে তার করার কিছু নাই।

তাছাড়া ওই ধানেরই বীজ ব্যবহার করে অনেক জায়গায় অনেক কৃষকেরই ভালো ধান হয়েছে।

 

Spread the love