বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে চুরি ডাকাতির আতঙ্ক

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে চুরি ডাকাতির আতঙ্কে রয়েছে উপজেলা সদরের মানুষ।

জানা যায় গত রবিবার রাতে উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত একটি চাতাল ঘর থেকে চোরেরা ২টি চার্জার অটো ইজি বাইক চুরি করে নিয়ে গেছে। চার্জার ২টির মালিক উপজেলা সদরের হাসপাতাল এলাকার আঃ মান্নানের ছেলে জাকারিয়া ও গোলাপগঞ্জ ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত খিদু মিয়ার ছেলে আনোয়ার হোসেন। তারা প্রতিদিনের মত চার্জার চালানোর পর ওই চাতালে রেখে গিয়েছিল। রাতের কোন এক সময় চোরেরা চার্জার গুলি চুরি করে নিয়ে যায়। এর পূর্বে গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের শ্রীকৃঞ্চ(ইসলামপাড়া) গ্রামে খাদিজা খাতুনের বাড়ীর সদস্যদের অজ্ঞান করে ভাড়াটিয়া মালামাল লুট করে নিয়ে যায়।

এসব ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও কেউ গ্রেফতার হচ্ছে না। এদিকে এসব একের পর এক ঘটনার কারনে ওই এলাকাবাসী চুরি ডাকাতির আতঙ্কে ভহগছেন।

Spread the love