
নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: মোঃ আব্দুল মান্নান
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ সায়েম সবুজের উদ্দোগে ১২ দিন পর বাড়ি ফিরলেন একটি পরিবার ৯নং কুশদহ ইউ,পি লাল ঘাট গ্রামে ১২দিন আগে জমির আইল কাটা কে কেন্দ্র করে মোঃ শুকুর উদ্দীন ও মোঃ মোস্তফার পরিবারের মধ্যে মারা মারি সংঘটিত হলে শুকুর উদ্দীনের ছেলে মোঃ জামাল উদ্দীন(৩০) গুরুতর আহত হলে তাকে রংপুর প্রাইম হাসপাতালে ভর্তি করেন বর্তমানে চিকিৎসাধীন আছেন। শুকুর আলীর পরিবারের ভয়ে মোস্তফার ৫ছেলে সহ পালিয়ে বেড়াচ্ছিলেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আবারো বড় ধরণের কোন ঘটনা ঘটতে পারে ও একটি পরিবার পলাতক থেকে মানবতার জীবন যাপন করছে এলাকার সাধারন মানুষ বিষয়টি চেয়ারম্যান কে জানালে। চেয়ারম্যান ঘটনা স্থলে গিয়ে উভয় পক্ষকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে নিজ নিজ বাড়িতে অবস্থান করে থাকার পরামর্শ দেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন। আইনী সহায়তা চাইলে আমি আপনাদের সবধরণের সহায়তা করব। রুগী সুস্থ্য হয়ে আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনা স্থলে গিয়ে মোঃ শুকুর আলী জানায় কোন মামলা করিনি । ছেলে হাসপাতালে থাকায় কিছুই করতে পারছি না। মামলা করবেন কি না এখনও চিন্তা করিনী। এলাকার সর্ব স্তরের মানুষ চেয়ারমেনের এই উদ্দোগ কে মহতী উদ্দোগ বলে মনে করেন। চেয়ারম্যান মোঃ সায়েম সবুজ বলেন দুটি পরিবার মারা মারী হানা হানি করে যাতে সর্বসান্ত না হয় সে বিষয়টি মাথায় রেখে আমার এ উদ্দোগ।