শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ

‘‘কণ্যা শিশুর নিরাপদ পরিবেশ.. সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত রোববার দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় বর্ণাঢ্য র‌্যলী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুজ্জামান সরকারের উপস্থাপনায় এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.রুহুল আমিন প্রধান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাফিকুল ইসলাম, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা ইয়াসমিন, দাউদপুর সিসিডিবি’র প্রশিক্ষক জয়মনি সিংহ প্রমুখ।