সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধানঃ

দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন উপলক্ষ্যে উপজেলার প্রশাসন ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর সহযোগীতায় জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপনে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ’এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন, ব্র্যাক ওয়াশ জেলা ব্যবস্থাপক মোঃ দেলোয়ার হোসেন। Nabab Wash 1

আরও বক্তব্য রাখন ব্র্যাক ওয়াশ কর্মসূচীর পি.ও হাফিজুল ইসলাম, আ’লীগ নেতা ডাঃ মোশারফ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ আমির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা। পরে হাত ধোয়া দিবস পালনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কর্মসূচী প্রদর্শন করা হয়।