
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধান : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দাউদপুর ইউনিয়নের মুরাদপুর এলাকা জুয়া খেলার আস্তানায় গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৫ জুয়াডু সহ ৩ টি মোটর সাইকেল জব্দ করে অভিযুক্তদের প্রত্যেককে পৃথক পৃথক ভাবে ১৫ দিনের বিনাশ্রম সাঁজা দিয়েছে। এরা হলো- রংপুরের পীরগঞ্জ উপজেলার রতনেরস্বর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র এমদাদুল হক(৩৮), মৃত মজিবর রহমানের পুত্র মনিরুল ইসলাম(২৭), অজিত মিয়ার পুত্র রবিউল ইসলাম(৩০), আজাহার আলীর পুত্র ফুল বাবু(২৩), আজিজুর রহমানের পুত্র সাবানুর মিয়া(২৬)। নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক মোছাঃ পারুল বেগম জানান- দীর্ঘদিন থেকেই ২৫/৩০ জনের স্থানীয় একটি জুয়ার আস্তানায় নিয়মিত ভাবে জুয়ার আসর চলে আসছিল। বর্তমান নবাগত নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ যোগদান করার পর থেকেই জুয়াডুদেরকে গ্রেফতার ও আস্তানা উচ্ছেদের জন্য ধাওয়া করা হয়েছিল। নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরে আলম সিদ্দিকী জানান- জুয়া বন্ধের জন্য নির্বাহী অফিসার যে উদ্দ্যেগ নিয়েছে তা প্রশংসনীয়। বিষয়টি নিয়ে ইতোপূর্বে আইন শৃংখলা সমন্বয় সভায় ব্যাপক আলোচনা হয়েছিল। জুয়ার আসর চলমান থাকায় এলাকার সহজ সরল মানুষ পথে বসেছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান- আমি নতুন যোগদান করেছি, কোথায় কোথায় জুয়া চলে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নিব।