
মো: আতিকুর রহমান আতিক, ষ্টাফ রিপোর্টার, নবাবগঞ্জ, দিনাজপুরে : দিনাজপুরে নবাবগঞ্জে খালি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এতে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সোমবার সকাল ৭টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের কয়ের বাজার নামকস্থানে এ ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার এসআই মোঃ আতিক জানান, উপজেলার সীমান্ত এলাকার ভাদুরিয়া ইউনিয়নের কয়ের বাজার নামকস্থানে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি খালি ট্রাকের গতিরোধ করে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ট্রাকটি পুড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।
নবাবগঞ্জ থানার ওসি মোঃ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ নাশকতাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।