বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা/১৪ এর উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে ওই মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন। জনগণের দোড়গোড়ায় সেবা  এই শেস্নাগানকে সামনে রেখে তথ্য প্রযক্তি নির্ভর আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে উপজেলা প্রশাসন ২ দিন ব্যাপী ওই মেলার আযোজন করেন। এ উপলক্ষে মেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেনে সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান মাওঃ নুরে আলম সিদ্দিকি এবং বিশেষ অতিথি হিসাবে উপজেলা কৃষি কর্মকর্তা আখেরম্নর রহমান. উপজেলা প্রকল্প বাসত্মবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ও থানা অফিসার ইনচার্জ আমিরম্নল ইসলাম উপস্থিত ছিলেন। এর পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে।মেলায় সরকারী অফিস, বেসরকারী অফিস, এনজিও সংস্থা  ও নবাবগঞ্জ প্রেস ক্লাব সহ ৪৭ টি ষ্টল বসে। মেলায় দেখতে নানা শ্রেণী ও পেশার মানুষ ভিড় জমান।