মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি॥ দিনাজপুরের নবাবগঞ্জে কৃষ্ণ চন্দ্র রায় (৪২) এবং আব্দুল বাতেন (৪৬) নামে দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

কৃষ্ণ চন্দ্র রায় উপজেলার দাউদপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অমূল্য চন্দ্র রায়ের ছেলে এবং আব্দুল বাতেন মালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তারা দু’জনেই ঘনিষ্ট বন্ধু।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল্লা হেল আজিম সোহাগ জানান, রবিবার রাতে বাড়ী ফিরে দু’জনই অস্বস্থি বোধ করলেও পরিবারের সদস্যরা তেমন একটি গুরুত্বর দেয়নি। পরে রাতে তাদের অবস্থার আরও অবনতি হয় এবং রাত ১২ টার দিকে কৃষ্ণ চন্দ্র রায় ও সাড়ে ১২ টার দিকে আব্দুল বাতেন মারা যান। তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি।  তিনি জানান এই মুহুর্তে ঘটনাস্থলে থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহমুদ ঘটনার তদন্ত করছেন।

নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর সংবাদ পাওয়ার পর সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এই মুহুর্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের পর এর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নি।