দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে আব্দুল হাই (৫০) নামে এক জন নিহত হওয়ার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী বুলবুলি বেগম বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জনকে অভিযুক্ত করে গত রবিবার সন্ধ্যায় ওই মামলাটি দায়ের করে। পুলিশ ওই মামলায় এজাহার ভুক্ত ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান গ্রেফতারকৃতরা হলো উপজেলার সাতানী জামিরা গ্রামের মৃত গোফ্ফার আলীর ছেলে জনাব আলী, আঃ খালেক ও আঃ রহিম এবং একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে দেলোয়ার হোসেন ও সিদ্দিকুর রহমানের ছেলে আঃ মজিদ। উল্লেখ্য গত রবিবার সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানী জামিরা গ্রামে বিবাদমান জমিতে প্রতিপক্ষরা হাল চাষ দিতে গেলে ওই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রাজু মিয়া(৫৫), আব্দুল হাই(৫০), ছাইদুল ইসলাম(৪৫) এবং আব্দুল কালাম(৫০) ৪ সহোদর তাতে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে গুরুতর আহত করে। আহতদের প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় রমেকে পাঠানো হয়। রমেকে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই মারা যায়।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ