দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল হাই (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের সহোদর রাজু মিয়া (৫৫), ছাইদুল ইসলাম(৪৫) এবং আব্দুল কালাম(৫০) সহ ৩ জন।
নিহত মোঃ আব্দুল হাই উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানী জামিরা গ্রামের মোঃ আব্দুল সাত্তারের ছেলে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, রবিবার সকালে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সাতানী জামিরা গ্রামে মৃত আব্দুল গফ্ফারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক, জনাব আলী, আব্দুল মজিদ, দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, আব্দুল খালেক. আব্দুল মালেক, সেকেন্দার আলী বিবাদমান জমিতে হাল চাষ দিতে গেলে একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে রাজু মিয়া, আব্দুল হাই, ছাইদুল ইসলাম এবং আব্দুল কালাম ৪ সহোদর তাতে বাধা দেয়। এ সময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৪ সহোদকে গুরুতর আহত করে। আহতদের উদ্ধঅর করে প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। তাদের অবস্থার অবনতি হলে পরে ৪সহোদরকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহত আব্দুল হাই মারা যায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি আরও জানান।