বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ফসলের সাথে শত্রুতা

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.রুহুল আমিন প্রধান : দিনাজপুরের নবাবগঞ্জে ফসলের সাথে শত্রুতা। জমি সংক্রান্ত বিরোধীতার জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে আমন অপরিপক্ক ধানের শীষ কেটে নাশকতা করেছে দুর্বৃত্তরা। উপজেলার জয়পুর গ্রামের কৃষক সাদেক আলী অভিযোগ করে জানান- জয়পুর মৌজায় জে.এল নং- ৩৩, দাগ নং- ৩১৮৪, .৬৩ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। এদিকে ওই জমিটি নিয়ে আদালত থেকে রায়ও পেয়েছেন সাদেক আলী। প্রতিপক্ষ কোনভাবেই ওই জমি ছাড়তে চান না। নবাবগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে একই গ্রামের মৃত নজমুল হকের পুত্র হাসানুর রহমান(৪৮), নাছিমুল হক(৫২) তফশীল বর্ণিত জমিতে অপরিপক্ক আমন ধান রাতের আঁধারে শীষ কেটে ক্ষতিসাধন করেছে। এতে ৫০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষক সাদেক আলী জানান। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে এ.এস.আই হরিপদ জানান- তিনি ক্ষতিগ্রস্থ ফসলের জমি তদন্ত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত হাসানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে সে জানায়- রাতের আঁধারে কে বা কারা ধান কেটেছে আমি সহ আমার ভাইকে অভিযুক্ত করে থানায় যে অভিযোগ দেয়া হয়েছে তা সত্য নয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকার একটি প্রভাবশালী মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশের সাথে অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগকারী সাদেক আলী জানান।

Spread the love