দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার, ১টি মোটর সাইকেল আটক ও ১ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান তার নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানোর সময় বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের পানিয়া গ্রামের নিকট রাস্তার উপর থেকে একটি মোটর সাইকেল আটক করে তাতে তলস্নাশী চালিয়ে মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভিতরে, সিটের নিচে ও একটি পুটলি থেকে ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ মাদক পাচারকারী রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের জানকিপুর গ্রামের মনির উদ্দীনের ছেলে আতাউর রহমানকে গ্রেফতার করে। এসময় তার অপর এক সহযোগী পালাতে সক্ষম হয়। মোটর সাইকেলটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে।