বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

নবাবগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকুল আবহাওয়া ও সময়মত সঠিক পরিচর্যার কারণে এ ফলন হয়েছে বলে উপজেলা কৃষি দপ্তর জানায়। এছাড়া বাজাওে ধানের ভাল দাম থাকায় কৃষকের মুখে ফুটেছে হাসি। উপজেলা এলাকায় এখন চলছে বোরো কাটার ধুম। এসময় আবহাওয়া ভাল থাকায় কৃষকেরা ধান কেটে ঘরে তুলছে নির্বিঘ্নে। ধান কাটা,খড় শুকানো,চাল তৈরী করা সব মিলিয়ে তারা বেশ ব্যসত্ম সময় অতিবাহিত করছে। উপজেলার পলাশবাড়ীর কৃষক শাহাজান আলী জানালেন এবারে বোরো ধান কেটে ঘরে তুলতে কোন সমস্যা হচ্ছে না। একটু রোদ গরম সহ্য করতে হলেও ধান কাটার জন্য আবহাওয়া রয়েছে বেশ অনুকুলে। বাজিতপুরের কৃষক নয়া মিয়া জানালেন শুধু ধান কাটার সুবিধাই নয়, আবহাওয়া ভাল থাকায় বাজারে ধানের দামও ভাল পাওয়া যাচ্ছে। তাদের মতে এবারে ধানের ফলনও বেশী পাওয়া যাচ্ছে। প্রতি বিঘায় চিকন জাতের ধান নিমেণ ২২ মন এবং মোটা জাতের ধান ২৫ মনেরও বেশী ফলছে। ধানের জাত হিসাবে প্রতিমন ধান ৭০০ টাকা থেকে শুরু করে ৮৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান জানালেন চলতি বোরো মৌসুমে কৃষকেরা সার ও সেচ সুবিধা পেয়েছে খুব ভাল। কোন রোগ বালাই ছিল না বললেই চলে। তাছাড়া কৃষি বিভাগের পরামর্শ ও প্রশিক্ষন নিয়ে কৃষকেরা সচেতনতার সাথে চাষাবাদ করেছে। ফলে ফলনও বেড়েছে। তার ভাষায় চলতি মৌসুমে উপজেলা এলাকায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৮১৮৫ হেক্টর জমি । সেখানে অর্জিত হয়েছে ১৮২০০ হেক্টর জমি। অর্জিত জমির মধ্যে হাইব্রীড ২৯৫০ হেক্টর এবং উফশি ১৫২৫০ হেক্টর জমি রয়েছে। যা থেকে সম্ভাব্য উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ৭২ হাজার ৭৮৯ মেঃ টন চাল। এরমধ্যে উফশি ৫৮ হাজার ৮৬৫ মেঃ টন চাল ও হাইব্রীড ১৩ হাজার ৯২৪ মেঃ টন চাল।